শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


চবিতে আসনপ্রতি লড়বে ৪০ জন


প্রকাশিত:
৯ মে ২০২১ ১৭:০৮

আপডেট:
৩ মে ২০২৪ ২০:৫৭

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ সম্মান (২০২০-২১) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে শুক্রবার (০৭ মে)। এবার ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ৯২ হাজার ৭৯২ জন। ফলে আসনপ্রতি লড়বে ৪০ জন শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে চবির আইসিটি সেলের পরিচালক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, এবার ‘এ’ ইউনিটে ৭০ হাজার ২০৭টি, ‘বি’ ইউনিটে ৪৫ হাজার ৭৯২টি, ‘বি-১’ ইউনিটে ৩ হাজার ৪১৫টি, ‘সি’ ইউনিটে ১৪ হাজার ২৭১টি, ‘ডি’ ইউনিটে ৫৭ হাজার ৮৯টি, ‘ডি-১’ ইউনিটে ৫ হাজার ১৮টি আবেদন পড়েছে।

চবির ভর্তি পরীক্ষা ৩ ধাপে অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুন ‘বি’ ইউনিটে, ২৪ ও ২৫ জুন ‘ডি’ ইউনিটে, ২৮ ও ২৯ জুন ‘এ’ ইউনিটে, ৩০ জুন ‘সি’ ইউনিটে এবং ১ জুলাই ‘বি-১’ ও ‘ডি-১’ উপইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত বিষয়:

ভর্তি পরীক্ষা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top