মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫, ৬ই ফাল্গুন ১৪৩১


মেডিকেল ভর্তি পরীক্ষা

পুনরায় ফল প্রকাশের দাবি নিয়ে শহীদ মিনারে শিক্ষার্থীরা


প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৫ ১৩:৩৯

আপডেট:
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৫

ছবি সংগৃহীত

মেডিকেলসহ সব ধরনের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিল এবং মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনঃ:প্রকাশের দাবি জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের ব্যানারে শিক্ষার্থীরা।

সোমবার (২০ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা অবস্থান নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনঃ:প্রকাশের দাবি জানাচ্ছেন।

কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্র আন্দোলনের সমন্বয় মাহিন সরকার বলেন, ছাত্র আন্দোলনের শুরুটাই হয়েছিল কোটাবিরোধী আন্দোলন দিয়ে। জুলাই আন্দোলনের পরে আবারও আমাদেরকে কোটা বাতিলের বিষয় নিয়ে আমাদের আবার রাস্তায় নামতে হয়েছে। শুধু মেডিকেল নয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে অযৌক্তিক কোটা বাতিল করতে হবে। তা না হলে আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচিতে বাধ্য হবো। ৭৫ এর বেশি মার্ক পেয়ে একজন শিক্ষার্থী চান্স পায়নি, একজন ৪১ মার্ক পেয়েও মেডিকেলে চান্স পেয়ে গেছে। এখন কি কোনো মুক্তিযোদ্ধার সন্তান মেডিকেলে ভর্তি পরীক্ষা দিচ্ছে? যারা মুক্তিযোদ্ধা সন্তান আছেন তারা অনেক আগেই মেডিকেলের পরীক্ষা দিয়েছেন। এখন কারা এই কোটা সুবিধা ভোগ করছেন? চেতনা ব্যবসা বাংলাদেশে আর চলবে না। চেতনা ব্যবসা দিয়ে কেউ আর রাজনীতি করতে পারবে না বা ক্ষমতার মসনদে বসতে পারবে না।

তিনি বলেন, আমাদের যে উপদেষ্টা পরিষদ বসে আছেন, নাহিদ ভাই আসিফ ভাই আছেন, উনারা উপদেষ্টা পরিষদে থাকার পরেও কেন আমাদের দাবি নিয়ে রাস্তায় নামতে হলো। আমাদের দাবি মেনে নিন নইলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃ:প্রকাশের দাবি জানাচ্ছি। সঙ্গে সব বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানে অযৌক্তিক সব কোটা বাতিল করতে হবে। তা না হলে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষার্থীরা বলেন, সদ্য প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর ফলাফল অনুযায়ী, কোটার বদৌলতে ১০০ নম্বরের মধ্যে কেবল ৪১-৪৬ নম্বর পেয়েও বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী। ফলে তুলনামূলকভাবে অনেক বেশি নম্বর পেয়েও যোগ্য শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছেন না। এতে শিক্ষার্থীদের বড় একটা অংশেরই মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে।

সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top