বৃহঃস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২


পঞ্চগড় মুক্ত দিবস আজ


প্রকাশিত:
২৯ নভেম্বর ২০২১ ২৩:২২

আপডেট:
২৯ জানুয়ারী ২০২৬ ১৫:০২

ছবি-সংগৃহীত

আজ ২৯ নভেম্বর পঞ্চগড় হানাদার বাহিনী মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে সাড়ে ৭ মাস যুদ্ধ শেষে পাকিস্তানি হানাদার বাহিনী থেকে মুক্ত হয় পঞ্চগড়।

দেশের মোট ৪টি মুক্ত অঞ্চলের মধ্যে পঞ্চগড় ছিলো অন্যতম। ১৯৭১ সালের ১৬ এপ্রিল পর্যন্ত পঞ্চগড় মুক্ত থাকলেও ১৭ এপ্রিল সকালে এসে দখলে নেয় পাক হানাদার বাহিনী। তারা পঞ্চগড়ে প্রবেশ করে পঞ্চগড় শহরে আগুন জ্বালিয়ে দেয় এবং নির্বিচারে গণহত্যায় মেতে ওঠে।

মুক্তিযুদ্ধের সময় ঠাকুরগাঁও মহকুমার ৬ নম্বর সেক্টরের অন্তর্গত ছিলো পঞ্চগড়। এ সেক্টরটির বেসামরিক উপদেষ্টা হিসেবে দ্বায়িত্ব পালন করেন তৎকালীন প্রদেশিক সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

সেসময় এ এলাকায় ৭টি কোম্পানির অধীনে ৪০টি মুক্তিযোদ্ধা ইউনিট পাকবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তুমুল যুদ্ধের এক পর্যায়ে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের সাড়াশি আক্রমনে ২৯ নভেম্বরে পঞ্চগড় ছাড়তে বাধ্য হয় পাকবাহিনী।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top