কুড়িগ্রামে ট্রাকচাপায় সেনা সদস্য নিহত
প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২১ ০০:২২
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৩:৩৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ব্রিজের মাঝখানে মঙ্গলবার সন্ধ্যার দিকে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিপন মিয়া নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।
নিহত শিপন উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল আওয়ালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে সেনা সদস্য শিপন মিয়া মোটরসাইকেল যোগে চর ভূরুঙ্গামারী ফিরছিলেন। এ সময় সোনাহাট ব্রিজের মাঝখানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘাতক ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। তবে নিহত ওই সেনা সদস্যর কর্মস্থল সম্পর্কে জানা যায়নি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: