বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১


কলমাকান্দা সীমান্ত থেকে আটক ১৩টি ভারতীয় গরু


প্রকাশিত:
২১ নভেম্বর ২০২১ ০৯:০১

আপডেট:
৮ মে ২০২৪ ০৭:২১

ছবি-সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের সীমান্ত এলাকা কালাপানি থেকে শনিবার ভোরে ভারত থেকে অবৈধ পথে আসা ১৩টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গরুগুলোর মূল্য ৮ লাখ ৪৫ হাজার টাকা।

শনিবার নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এএসএম জাকারিয়া সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার ভোরে বিজিবির লেংগুরা বিওপির হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে কালাপানি এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকাবারিরা ১৩টি ভারতীয় গরু রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে সীমান্ত পিলার ১১৭১/২-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি এলাকা থেকে গরুগুলো আটক করা হয়। আটককৃত গরুগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top