বৃহঃস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬, ১৬ই মাঘ ১৪৩২


নওগাঁয় ১৯০ কেজির কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আটক ১


প্রকাশিত:
১৯ নভেম্বর ২০২১ ০৫:৪৪

আপডেট:
২৯ জানুয়ারী ২০২৬ ১১:৪৭

ছবি-সংগৃহীত

নওগাঁর রানীনগর উপজেলার বড়গাছা ইউনিয়নের গুয়াতা আটনিতাপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৯০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ আমজাদ হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১২।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প সূত্র জানায়, ক্রয়-বিক্রয়ের উদ্দেশে রানীনগর উপজেলার গুয়াতা আটনিতাপাড়া এলাকায় একটি বাড়িতে মূর্তি রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে সিরাজগঞ্জ ক্যাম্পের এএসপি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি অপারেশন দল সেই বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ১৯০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ ব্যবসায়ী আমজাদ হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় রাণীনগর থানায় মামলা করে মূর্তি ও আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, এ ঘটনায় বুধবার রাতে র্যাবের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top