নরসিংদীর রায়পুরায় কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
 প্রকাশিত: 
                                                ১১ নভেম্বর ২০২১ ২৩:৪৫
 আপডেট:
 ১২ নভেম্বর ২০২১ ০০:২৮
                                                
 
                                        নরসিংদীর রায়পুরায় কেন্দ্র দখল নিয়ে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ী বাজারে দুই গ্রুপের সংঘর্ষে সালাহউদ্দিন মিয়া নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নিহত সালাহউদ্দিন বাঁশগাড়ী গ্রামের হিকিম মিয়ার ছেলে। তিনি নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল সরকারের সমর্থক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনকে ঘিরে বাঁশগাড়ী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল হক সরকারের সঙ্গে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের জাকির হোসেনের মধ্যে বিরোধ চলছিলো। নির্বাচনের আগের দিন বুধবার সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাতভর ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সকালে ১ জনের মৃত্যু হয়।
বাঁশগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ মিয়া বলেন, দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। তবে ওই ইউনিয়নের ভোটগ্রহণ চলছে।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: