সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


নোয়াখালীতে একসঙ্গে ৩ ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত


প্রকাশিত:
৬ নভেম্বর ২০২১ ০৪:২৩

আপডেট:
৬ মে ২০২৪ ২২:১৬

ছবি-সংগৃহীত

নোয়াখালী জেলা প্রশাসনের ৩ জন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

তারা হলেন-সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা) মো. ইমামুল হাফিজ নাদিম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) সৈকত রায়হান এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) মো. মাসুদুর রহমান।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে এক অনুষ্ঠানে নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৩ জনই জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাদের জন্য দোয়া করবেন। যেন সুস্থ হয়ে আবার জনগণের সেবা করতে পারেন।


সম্পর্কিত বিষয়:

করোনা আক্রান্ত কোভিড-১৯

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top