কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই
প্রকাশিত:
৩ নভেম্বর ২০২১ ১৮:৫২
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১২:০৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি দক্ষিণ বাজারে মঙ্গলবার দিবাগত রাত ১০টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
পরে প্রায় পৌনে ৩ ঘণ্টা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রচেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কসবা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে আমাদের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কুমিল্লা জেলার বুড়িচং থেকে আরও ইউনিট অগ্নিনির্বাপণে অংশ নেয়। ২ ঘণ্টা ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, এই ঘটনায় টিনের ও কাঠের তৈরি কাঁচা আটটি দোকান পুড়ে গেছে। এর মধ্যে ৩ টিতে ধান, পাট ও মরিচের গুদাম ছিল। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।
আপনার মূল্যবান মতামত দিন: