ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে গ্রেফতার ৫
প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২১ ০৪:৫৩
আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ১৫:২৬
ঝিনাইদহের মহেশপুর নেপা মোড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে শনিবার (৩০ অক্টোবর) সকালে পাঁচজনকে গ্রেফতার করেছে বিজিবি।
গ্রেফতাররা হলেন- গোপালগঞ্জ জেলার রাজিব বাড়ই, বিবেন রায় , আশিস রায়, অশিত বায় ও সুজিৎ রায়।
খালিশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম খান বলেন, ‘নেপা মোড় দিয়ে কয়েকজন ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন’ এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই পাঁচজনের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: