শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


আদিয়ান মার্টের প্রধান নির্বাহীসহ গ্রেপ্তার ৪


প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২১ ০১:২৪

আপডেট:
৩১ অক্টোবর ২০২১ ০৩:৩৮

ছবি-সংগৃহীত

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (২৯ অক্টোবর) রাত ১২টার দিকে খুলনা ও চুয়াডাঙ্গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত আদিয়ান মার্টের প্রধান কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব।

ঝিনাইদহ (সিপিসি২) র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান এক প্রেস ব্রিফিংয়ে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবাইর সিদ্দিকী ওরফে মানিক, তার ছোট ভাই মাহমুদ সিদ্দিকী ওরফে রতন ও বাবা আবু বকর সিদ্দিক এবং ম্যানেজার মিনারুল ইসলাম।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের মামলা রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top