সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের গণঅনশন
প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২১ ১৬:০৮
আপডেট:
১ আগস্ট ২০২৫ ২১:৩১

সাম্প্রদায়িক অপশক্তিকে চিহ্নিত করে তাদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ ও গণঅনশন কর্মসূচি শুরু হয়েছে।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এর ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণ অনশন করছে সংগঠনটি।
শনিবার (২৩ অক্টোবর) ভোর হতে সিলেটের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে শহীদ মিনারে জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা। দুপুর ১২টায় অনশন শেষে তারা নগরীতে বিক্ষোভ মিছিল বের করবেন। অনশন চলাকালে শহীদ মিনারের মঞ্চে চলছে কবিতা আবৃত্তি গান বক্তৃতাসহ নানা প্রতিবাদী পরিবেশনা।
সম্পর্কিত বিষয়:
সাম্প্রদায়িক অপশক্তি দৃষ্টান্তমূলক শাস্তি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার বিক্ষোভ গণঅনশন
আপনার মূল্যবান মতামত দিন: