কক্সবাজারের টেকনাফে অস্ত্রসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার
প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২১ ১৫:০৪
আপডেট:
১ আগস্ট ২০২৫ ০০:৫৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া এলাকা থেকে শনিবার (১৫ অক্টোবর) ভোরে অস্ত্রসহ মো. হারুন নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে এপিবিএন সদস্যরা।
তিনি ওই এলাকার ফজল আহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে ফজল ডাকাতি, অস্ত্র ও মাদকসহ সাতটি মামলা রয়েছে।
এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় এপিবিএন সদস্যরা। এসময় একটি এলজি ও তিন ফুট ১০ ইঞ্চি লম্বার একটি তলোয়ারসহ মো. হারুনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ১৬ এপিবিএন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: