সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ভাসানচর থেকে পালানোর সময় দালালসহ ৪ রোহিঙ্গা আটক


প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২১ ১৭:৪৮

আপডেট:
১৬ অক্টোবর ২০২১ ০১:১৭

ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ থেকে পালিয়ে কুতুপালং যওয়ার সময় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভাসানচরের পার্শ্ববর্তী জঙ্গল থেকে দুই নারীসহ ৩ রোহিঙ্গা ও ১ দালালকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

আটকরা হলেন-আবু সিদ্দিক, রেহানা বেগম, আয়েশা খাতুন ও দালাল মো. রফিক (২৮)।

পুলিশ সুপার জানান, দালালের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের ৭৫ নম্বর ক্লাস্টার থেকে কয়েকজন রোহিঙ্গা কুতুপালং যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযানকালে ভাসানচরের ৭৫ নম্বর ক্লাস্টারের পাশের একটি জঙ্গল থেকে এক দালালসহ ৩ রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ড ও এপিবিএন সিভিল টিমের সদস্যরা। আটক দালাল ও রোহিঙ্গাদের সিআইসি অফিসের মাধ্যমে পুলিশে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top