বজ্রপাতে মারা গেলো ১১ মাসের শিশুর
প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২১ ১৭:০৬
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১২:০৬

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ছদুরখীল এলাকায় মঙ্গলবার (১২ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে বজ্রপাতে মো. আল-আমিন নামের ১১ মাস বয়সী এক শিশু মারা গেছে।
এসময় গুরুতর আহত হয়েছেন আল আমিনের বাবা মো. ইব্রাহিম ও মা আঁখি আক্তার।
মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মহি উদ্দিন জানান, রাত পৌনে ৩টার দিকে বজ্রপাতে আহত ৩ জনকে হাসপাতালে আনা হলেও পৌঁছার আগেই মো. আল- আমিন মারা যায়। অপর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্জন পাহাড়ের একটি ঘরে বজ্রপাতে শিশুটি মারা যায়।
আপনার মূল্যবান মতামত দিন: