মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২১ ০২:১৫

আপডেট:
৬ অক্টোবর ২০২১ ১৫:৩৮

ছবি-সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় সারের গুদাম ও দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বেশি দামে সার বিক্রি, লাইসেন্স বিহীন সার বিক্রি এবং বিনির্দেশ বহির্ভূত সার গুদামজাতকরণ, সংরক্ষণ, বিক্রয়-বিপনন, পরিবহন ও বিতরণসহ বিভিন্ন অপরাধে অর্থদণ্ড দেয়া হয়। এসময় তিনটি মামলায় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জুবায়ের হোসেন বলেন, নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যে কোন অপতৎপরতা রোধে ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top