শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬, ১৭ই মাঘ ১৪৩২


দূর্গম পাহাড়ি এলাকায় ত্রাণ বিতরণ করলো সেনাবাহিনী


প্রকাশিত:
২৯ মে ২০২০ ২২:৫৪

আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ২১:৩৪

ছবি: আইএসপিআর থেকে সংগৃহীত

করোনা পরিস্থিতিতে ঈদ পরবর্তী সময়ে পার্বত্য জেলা খাগড়াছড়ির বাঘাইহাটের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে এসব ত্রাণ সহায়তা দেয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, ঈদ পরবর্তী সময়ে দরিদ্র ও পাহাড়ে বসবাসরত প্রান্তিক মানুষদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে সেনাবাহিনী। বাঘাইহাট সেনা জোনের আওতাধীন দুইটিলা এবং মাসালং এলাকায় বসবাসরত সাধারণ মানুষেরা গতকাল এই সহায়তা পেয়েছেন।

জানা যায়, এই জায়গাগুলো এমনিতেই দূর্গম এবং সাধারণ মানুষের কাছে যথাযথ সাহায্য পাঠানো বেশ কঠিন ও কষ্টসাধ্য একটি ব্যাপার। আর এই কাজটিই সম্ভব করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

এলাকাবাসী জানান, তারা সেনাবাহিনীর পক্ষ থেকে চাল, আটা, আলু, ডাল, পেঁয়াজ, তেল, লবণ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়েছেন এবং সেনাবাহিনীর এই ধরনের কাজে ভীষণ খুশি তারা।


সম্পর্কিত বিষয়:

খাগড়াছড়ি সেনাবাহিনী

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top