কর্ণফুলীতে জাহাজডুবি
 প্রকাশিত: 
                                                ৯ জুন ২০২১ ২১:৩৮
 আপডেট:
 ৯ জুন ২০২১ ২১:৫০
                                                
 
                                        কর্ণফুলী নদীর শিকলবাহা শাহ আমানত সেতু এলাকায় এফভি ক্রিস্টাল-৮ নামের একটি ফিশিং জাহাজ ডুবে গেছে। বুধবার (০৯ জুন) ভোরে নোঙর থাকা অবস্থায় জাহাজটি ডুবে যায়।
ডুবে যাওয়া জাহাজটি ক্রিস্টাল গ্রুপের। তবে নোঙর থাকা অবস্থায় জাহাজটি কীভাবে ডুবে যায় তার কারণ এখনও জানা যায়নি।
নাবিকরা অবশ্য বলছেন, রাতে জাহাজের তলা ফেটে অথবা বুস দিয়ে লিক করে পানি ঢুকে যেতে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
এক নাবিক বলেন, পানি দেখতে পেয়ে স্টাফরা চিৎকার করলে আশপাশের নৌযান গিয়ে তাদের উদ্ধার করে। একপর্যায়ে জাহাজটি পানিতে তলিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছে কোস্টগার্ডের একটি টিম।
সদরঘাট নৌ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, এটি স্টিল বডির ফিশিং জাহাজ ছিল। জাহাজটিতে ছিল দুজন লোক। জাহাজ ডোবার আগেই তাদের উদ্ধার করা হয়।
তিনি বলেন, বর্তমানে আমাদের টহল পুলিশ ওই স্থানে আছে। পুরো ঘটনা এখনও জানা যায়নি। তবে এতে কোনো মালামাল ছিল না। সমুদ্রে মৎস্য আহরণও এখন নিষিদ্ধ, যার কারণে জাহাজটি নোঙর অবস্থায় ছিল।
সম্পর্কিত বিষয়:
জাহাজ


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: