রবিবার, ২৫শে জানুয়ারী ২০২৬, ১২ই মাঘ ১৪৩২


ফেনীতে সমাবেশস্থলে পৌঁছেছেন তারেক রহমান


প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৬ ১৮:৩৯

আপডেট:
২৫ জানুয়ারী ২০২৬ ২১:১৩

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনি জনসভায় যোগ দিতে ফেনীর সমাবেশস্থলে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৫টা ৪০মিনিটে তাকে বহনকারী বাস ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে পৌঁছায়। এ সময় মাঠজুড়ে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থকরা স্লোগান ও করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। সমাবেশ থেকে 'তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে', তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই', 'তারেক রহমান তোমাকে, লাল গোলাপ শুভেচ্ছা', 'ভোট দিব কীসে, ধানের শীষে', 'তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম'-এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

এর আগে, জনসভাকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে পাইলট মাঠে জড়ো হন। দুপুর সাড়ে ৩টার আগেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে শহরজুড়ে ছড়িয়ে পড়ে সমাবেশ। মঞ্চে বক্তব্য দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা।

জনসভা ঘিরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জনসভার মঞ্চসহ পুরো এলাকাকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ভাগ করা হয়েছে- রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন।

প্রায় দুই দশক সময় পর সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত পৈতৃক ভিটা ফেনীর জনপদে তারেক রহমানের আগমন ঘিরে স্থানীয় বিএনপির রাজনীতিতে যুক্ত করেছে নতুন মাত্রা। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পাশের ভবনে সাঁটানো হয়েছে তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে শহরজুড়ে অন্তত ১০টি পয়েন্টে বসানো হয়েছে বড় পর্দা।

সভায় তিন জেলার বিভিন্ন সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এ জনসভায় পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

এ সফরে দুপুরে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি মহাসমাবেশে অংশ নেন তারেক রহমান। ফেনী জনসভা শেষ করে কুমিল্লার বিভিন্ন স্থানে নির্বাচনি জনসভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। রাতে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের কাঁচপুরে সর্বশেষ জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top