সোমবার, ২০শে অক্টোবর ২০২৫, ৫ই কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


শিক্ষার্থীদের আস্থাই আমাদের প্রকৃত শক্তি : শিবির সভাপতি


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২৫ ১৬:০৪

আপডেট:
২০ অক্টোবর ২০২৫ ১৯:৪৭

ছবি : সংগৃহীত

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের সাইকোলজি (মনস্তত্ত্ব) বা মন বুঝে কর্মসূচি সাজানো হয়েছে। তাই আল্লাহর ইচ্ছায় ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু নির্বাচনে এ বিজয় অর্জন সম্ভব হয়েছে। ছাত্র সমাজের আস্থা অর্জন করেই বিজয়ের পর আমরা আজ বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবর্তনের নতুন ধারা শুরু করেছি। শিক্ষার্থীদের আস্থাই আমাদের প্রকৃত শক্তি।

‎সোমবার (২০ অক্টোবর) সকালে ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের আয়োজনে শহরের একটি কমিউনিটি সেন্টারে উপশাখার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎জাহিদুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর থেকেই আমরা ছাত্র সংসদ পুনরুজ্জীবনের দাবি জানিয়ে আসছি। শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া অনুযায়ী ইশতেহার তৈরি করেছি এবং নির্বাচনের পরও প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি। আমাদের লক্ষ্য শুধু ভোট নয়, শিক্ষার্থীদের আদর্শিক পুনর্জাগরণ। ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের বিশ্বাসের প্রতিফলন ঘটিয়ে একটি আদর্শিক সমাজ গঠনে কাজ করছে।

‎তিনি আরও বলেন, শিক্ষার্থীরা আজ হতাশা, অনিশ্চয়তা ও আদর্শহীনতার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমরা তাদের মানসিকতা ও প্রত্যাশা বুঝে পথ দেখাতে চেয়েছি। যে সংগঠন শিক্ষার্থীর পাশে দাঁড়ায়, তারাই প্রকৃত নেতৃত্ব অর্জন করে।

তিনি আরও বলেন, ইসলামী আদর্শের প্রতি জনগণের আগ্রহ বাড়ছে। এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমরা কেবল একটি সংগঠন নয়, বরং এক বিশ্বাসের আন্দোলন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে দাঁড়ানোই ইসলামী ছাত্রশিবিরের মূল চেতনা।

‎শিবির সভাপতি বলেন, ঐতিহাসিকভাবেই ইসলামী সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আসছে। যারা ইনসাফ প্রতিষ্ঠার কথা বলে, তারাই নিপীড়নের শিকার হয়। অতীতে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে দাড়ি, টুপি দেখলেই হামলা-মামলার শিকার হতে হয়েছে। সেই আওয়ামী লীগ এখন জনতার রোষে ক্ষমতাচ্যুত হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে নতুন কিছু গোষ্ঠী এখনো ইসলামী চেতনা দমন করার চেষ্টা করছে।

‎তিনি বলেন, আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি সত্য, ন্যায় ও আদর্শের পক্ষে একটি আন্দোলন। ইসলামী মূল্যবোধের ধারা অব্যাহত রাখাই আমাদের অঙ্গীকার। আদর্শিক চেতনার দিক থেকেই আমরা সবার থেকে আলাদা।

‎সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক শিবির নেতা, বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের এজিএস ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ নেয়ামুল করিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুণ অর রশিদ রাফি, ‎সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম। ‎সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের সভাপতি এনামুল হাসান, এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. নুরুজ্জামান।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top