ভারতীয় কারাগারে বন্দি থাকা ১৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ
প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৭
আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৩

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে ভারতীয় কারাগারে বন্দি থাকার পর ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গাংনী উপজেলার কাজীপুর সীমান্তের ১৪৭ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফ সদস্যরা ওই ১৮ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেয়।
এরা হলেন, পটুয়াখালী জেলার মৃত আব্দুল কাদির হাওলাদারের ছেলে মেহেদী (২৫), চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ঘুরগাছি গ্রামের নুর ইসলামের ছেলে নুর জাহান (৩২), নড়াইল জেলার কালিয়া উপজেলার ইশরাত শেখের ছেলে ফরিদ শেখ (২৭), ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জুলহাস মন্ডলের ছেলে জিসান মন্ডল (১৯), চাঁদপুর জেলার মতলব উপজেলার মৃত আব্দুল সাত্তার ব্যাপারীর ছেলে মো. খোকন ব্যাপারী (৪১), সাতক্ষীরা জেলার নোয়াপাড়া উপজেলার আসান ঢালীর মেয়ে মাজিদা ঢালী (৩৭), রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার আব্দুল কুদ্দুস (২৬), যশোর জেলার নতুন মূলগ্রাম উপজেলার আহম্মেদ আলী (৩৭),সাতক্ষীরা জেলার তালা উপজেলার রবিন ঘোষের ছেলে মিঠুন ঘোষ (৩২) মৌলভীবাজার জেলার মৃত পুতুল দেবের ছেলে লিটন দেব (৩৪), সাতক্ষীরা জেলার আশামুনি উপজেলার কৃষ্ণা পাদা বিশ্বাসের ছেলে মিলন কুমার বিশ্বাস (২৫), চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মৃত কাজল মজুমদারের ছেলে শুভ মজুমদার (২৯), সাতক্ষীরা জেলার মৃত মহিদুল ইসলামের মো. শামীম হোসাইন (২৮), ঢাকা জেলার মিরপুরের মৃত নারায়ন চন্দ্র রাজবংশীর ছেলে স্বাধীন রাজবংশী (৫০),সাতক্ষীরা জেলার মৃত আজার গাইনের মেয়ে খালেদা সরদার (৪৩), ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার হাদিস ইসলামের ছেলে সাইদুল ইসলাম (২৮), মাদারীপুর জেলার গিয়াস উদ্দীন ফকিরের ছেলে মহিউদ্দীন ফকির (২৭) ও কুষ্টিয়া জেলার স্বতিপুর গ্রামের আলতাফ শেখের মেয়ে নাসিমা শেখ (৪১)।
বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অধীনে সম্প্রতি ১৮ বাংলাদেশির ঠিকানাসহ একটি তালিকায় পাঠায় বিএসএফ। পরে সেই ঠিকানায় ওই ১৮ বাংলাদেশির স্বজনদের সঙ্গে কথা বলে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বাংলাদেশিরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে এবং ভারতীয় প্রশাসন তাদের আটক করে। পরে তারা বিভিন্ন মেয়াদে কারা ভোগ করে। সর্বশেষ পতাকা বৈঠকে মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয় এবং তাদের গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
পতাকা বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নাবিদ হোসেন, মেহেরপুরের ভবানিপুর থানার এসআই মো. আব্দুল করিম, কাজীপুর বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার মো. শাহাবুদ্দিনসহ আট জন এবং ভারতীয় প্রতিনিধি ছিলেন ১১ ব্যাটালিয়ন বিএসএফের গান্দিনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি সুনিলসহ আট সদস্য।
গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, ভারত থেকে নারীসহ ১৮ জন বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়েছে। তাদের গাংনী থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিজ নিজ পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিবারের লোকজন এসে পৌঁছালে তদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: