রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫, ২৩শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


ঘোড়ার কামড়ে আহত ২০


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৯

আপডেট:
৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:১৯

ছবি : সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে পাগলা ঘোড়ার কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনি ও রোববার দুপুর পর্যন্ত উপজেলা সদরের কলেজ রোড ও চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাগলা ঘোড়াটি সামনে যাকে পাচ্ছে তাকেই তেড়ে গিয়ে কামড়াচ্ছে ও লাথি মারছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত দুই দিনে পৌরসভার বিভিন্ন স্থানে ঘোড়াটির কামড়ে ও লাথিতে অনেকে আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন- কাজী হাসান ফিরোজ (৬০), আতাউর রহমান (৫৫), মো. সিদ্দিক (৪৫), শহিদুল (২৫), মনিরা বেগম (৩৬) ও আলেয়া বেগম (৩৪)। আরও অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

কলেজ রোডের বাসিন্দা ইদ্রিস জানান, গত দুই দিনে হঠাৎ করেই একের পর এক মানুষ ঘোড়ার কামড়ে আহত হচ্ছেন। রোববার সকালেও কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে হয়েছে।

প্রত্যক্ষদর্শী মো. নিজাম উদ্দিন বলেন, পৌরসভার বিভিন্ন স্থানে গত দুই দিনে অন্তত ২০ জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, কোনো পাগলা কুকুর ঘোড়াটিকে কামড়ানোর পর থেকেই এটি পাগলের মতো আচরণ করছে।

আহত কাজী হাসান ফিরোজ বলেন, সকালে হাঁটার সময় চৌরাস্তা এলাকায় হঠাৎ ঘোড়াটি দৌড়ে এসে পেছন থেকে কোমরে কামড় দেয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে বাসায় ফিরলেও আক্রান্ত স্থানে তীব্র ব্যথা অনুভব হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোর্শেদ আলম বলেন, সকালে ঘোড়ার কামড়ে বেশ কয়েকজন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের ব্যথানাশক ওষুধ ও টিটেনাস ইনজেকশন দেওয়া হয়েছে। আহতদের ভাষ্যমতে ধারণা করা হচ্ছে, ঘোড়াটিকে কোনো পাগলা কুকুর কামড়ানোর পর থেকেই এটি এমন আচরণ করছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top