শুক্রবার, ৩০শে জানুয়ারী ২০২৬, ১৭ই মাঘ ১৪৩২


ফেনীতে প্রথম করোনা রোগি শনাক্ত,চার বাড়ি লকডাউন


প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২০ ০১:৪৭

আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ১৫:০৯

ফাইল ছবি

ফেনীতে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি ছাগলনাইয়া উপজেলার উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামের বাসিন্দা।তার বয়স ২৮ বছর। তিনি ঢাকার মিরপুরে একটি মোবাইল কোম্পানীতে চাকুরী করেন।শুক্রবার দুপুরে তাকে ফেনী ট্রমা সেন্টার আইসোলেশনে নেয়া হয়েছে।

সূত্র জানায়, গত ২৫ মার্চ ওই যুবক ঢাকা থেকে গ্রামে আসেন। তার জ্বর-শ্বাসকষ্ট দেখা দিলে ১৪ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের বিআইটিআইডি পাঠানো হয়।গত বৃহস্পতিবার সন্ধ্যায় পরীক্ষার ফল পাওয়ার পর তার শরীরে করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, রোগীর অবস্থা দেখে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শনাক্ত হওয়া যুবককে ফেনী ট্রমা সেন্টারে আইসোলেশনে আনা হয়েছে।

ছাগলনাইয়া উপজেলা নির্বাাহী কর্মকর্তা সাজিয়া তাহের জানান, করোনা আক্রান্ত যুবকের বাড়ি সহ আশপাশের চারটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।


সম্পর্কিত বিষয়:

ফেনী

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top