নিষেধাজ্ঞা শেষে পর্যটক ও বনজীবীদের জন্য উন্মুক্ত সুন্দরবন
প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৩
আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৯

জীববৈচিত্র রক্ষায় তিন মাস বন্ধের পর উন্মুক্ত হয়েছে সুন্দরবন। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে বনে প্রবেশ শুরু করেছেন জেলেরা। আর পর্যটকদের অপেক্ষায় রয়েছেন ট্যুরিস্ট গাইডরা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় জানিয়েছে, বনের জীববৈচিত্র রক্ষায় জুন, জুলাই ও আগস্ট তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। গত বছর সুন্দরবনে বনজীবী প্রবেশ করেছিল ৭০ হাজারের বেশী। দেশী পর্যটক গিয়েছিল ৪৫ হাজার ১৩৮ জন, বিদেশি ৭০ জন এবং তীর্থযাত্রী ৪০১ জন। এতে রাজস্ব আদায় হয়েছিল ২৭ লাখ টাকা।
উপকূলের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে, বনজীবীরা এরই মধ্যে তাদের জাল, দড়ি ও নৌকা গুছিয়ে নিয়েছেন। অনুমতিপত্র পেলেই মাছ ও কাকড়া ধরতে ঢুকবেন সুন্দরবনে।
গাবুরা ইউনিয়নের বনজীবী সাইফুল ইসলাম বলেন, গত তিন মাস খুব কষ্টে কেটেছিল। সুন্দরবন বন্ধ থাকলে আমাদের আয় রোজগারের পথও বন্ধ থাকে। সুন্দরবন উন্মুক্ত হওয়ায় আমরা সবাই খুশি।
ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কারো কোনো অসুবিধা হলেই সকলকে যোগাযোগ করার অনুরোধ করছি।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক বলেন, বনজীবীদের নিরপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রেঞ্জ এলাকার মধ্যে পর্যটন স্পটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বন বিভাগসহ নৌপুলিশ, কোস্টগার্ড, বিজিবি এবং স্মার্ট টিম তৎপর থাকবে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: