মঙ্গলবার, ২রা সেপ্টেম্বর ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


বরগুনার বিএনপির সাবেক এমপির ওপর হামলায় সাত আসামীর জামিন নামঞ্জুর


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ১৫:৩৯

আপডেট:
৩১ আগস্ট ২০২৫ ১৬:৩৫

ছবি সংগৃহীত

বরগুনা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনির ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় সাতজন আওয়ামী লীগের নেতা-কর্মীর জামিন আবেদন বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

রোববার (৩১ আগস্ট) সকালে বরগুনার জেলা ও দায়রা জজ মো. সাইফুর রহমান এ আদেশ দেন। আসামীরা হলেন—বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী লাভু মিয়া ওরফে মো. জাকির হোসেন লাভু, গোলাম মাওলা মিলন, মারজান আবদুল্লা আল মারজান, জাকারিয়া সুমন, মো. নিজাম, মো. নিজাম উদ্দিন তালুকদার, কিবরিয়া ও মো. খলিল। এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পিপি মো. জসিম উদ্দিন।

জানা যায়, পাথরঘাটা উপজেলার বিএনপি কর্মী সোলায়মান বাদী হয়ে পাথরঘাটা থানায় আওয়ামী লীগের ১০৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ২০২৪ সালের ৪ অক্টোবর অভিযোগ করেন। বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি তার পূর্ব ঘোষিত পাথরঘাটায় সভা করার জন্য ২০২২ সালের ৪ সেপ্টেম্বর গাড়ি বহর নিয়ে ঢাকা থেকে পাথরঘাটা যাচ্ছিলেন।

ওইদিন বিকাল অনুমান সাড়ে ৩ টায় গাড়ি বহর নিয়ে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সিএন্ডবি বাজারে পৌঁছলে ওই সময়ের বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের নেতৃত্বে আওয়ামী লীগের ১০৫ জন নেতা-কর্মীরা অজ্ঞাত আরও দুইশত কর্মীরা আলহাজ্ব নুরুল ইসলাম মনির উপর অতর্কিত হামলা করে। এতে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি গুরুতর আহত হন। তার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ওই সময় আলহাজ্ব নুরুল ইসলাম মনি গুরুতর আহত হন।

ওই আসামীরা হাইকোর্ট থেকে চলতি বছরের ২৮ মে ৮ সপ্তাহের অগ্রিম জামিন পায়। জামিনের মেয়াদ শেষ দিন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নাকজ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আসামীদের আইনজীবী মো. নাসির উদ্দিন সোহাগ বলেন, আমার মক্কেল আবার হাইকোর্টে জামিনের আবেদন করবেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top