বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


ফেনীতে ফেসবুক লাইভে এসে স্ত্রীকে হত্যা

দায় স্বীকার করে আদালতে স্বামীর জবানবন্দি


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২০ ০০:৪২

আপডেট:
১৭ এপ্রিল ২০২০ ০০:৪৪

ফাইল ছবি

ফেনী শহরের বারাহীপুরে ফেসবুক লাইভে এসে স্ত্রী তাহমিনাকে হত্যার ঘটনায় স্বামী ওবায়দুল হক টুটুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ধ্রুব জ্যোতি পালের আদালতে টুটুলকে হাজির করা হয়। সেখানে টুটুল হত্যাকান্ডের দায় স্বীকার করে রোহমর্ষক ঘটনার বর্ণনা দেয়। পরে তাকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, জবানবন্দি শেষে টুটুলকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী এম. শাহজাহান সাজু জানান, টুটুল ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ মামলায় তার দৃষ্টান্তস্থলক শাস্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে গতকাল বুধবার দুপুরে ফেসবুক লাইভে এসে স্ত্রী তাহমিনা আক্তারকে কুপিয়ে নির্মমভাবে খুন করে স্বামী ওবায়দুল হক টুটুল ৯৯৯ এ ফোন করে পুলিশে খবর দেন। এ ঘটনায় তাহমিনার বাবা চৌদ্দগ্রামের আকদিয়া গ্রামের বাসিন্দা সাহাব উদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।


সম্পর্কিত বিষয়:

ফেনী

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top