দুই করোনা রোগী শনাক্ত: পুরো রাজশাহীকে লকডাউন ঘোষণা
প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২০ ২০:০৭
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৪:৪২

করোনায় বিপর্যস্ত পুরো দেশ। জেলায় জেলায় শনাক্ত হচ্ছেন করোনা রোগী। এবার দুইজন করোনা রোগী শনাক্ত হওয়ায় আজ মঙ্গলবার থেকে পুরো রাজশাহী জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেছেন প্রশাসন। জেলা প্রশাসক হামিদুল হক এক নির্দেশনায় এ লকডাউন ঘোষণা করেন।
লকডাউনের বিষয়টি সাংবাদিকেদের নিশ্চিত করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মুহাম্মদ শরিফুল হক।
জেলা প্রশাসকের নির্দেশনায় বলা হয়, জরুরি সেবাদানকারী যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল রাজশাহীতে বন্ধ থাকবে। এছাড়া রাজশাহী আগমন পথের সবগুলো রাস্তা বন্ধ করে দেওয়া হবে। যেন কোনও ধরনের যানবাহন রাজশাহী থেকে বের হতে এবং রাজশাহীতে প্রবেশ করতে না পারে।
ওই নির্দেশনায় আরও বলা হয় ঢাকা এবং নারায়ণগঞ্জে করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সেখান থেকে রাজশাহীতে আসার প্রবণতা বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। এটি রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলে লকডাউন ঘোষণা করা হলো।
সম্পর্কিত বিষয়:
রাজশাহী
আপনার মূল্যবান মতামত দিন: