সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


মোরেলগঞ্জে বৃষ্টির জন্য ইস্তেখার নামাজ আদায়


প্রকাশিত:
১ মে ২০২১ ২১:৩০

আপডেট:
৬ মে ২০২৪ ০৩:২৬

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে বৃষ্টির জন্য ইস্তেখার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় অংশগ্রহণকারীরা আল্লাহর কাছে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে বৃষ্টির জন্য কাকুতি-মিনতি করেন।

শনিবার (১ মে) মোরেলগঞ্জ উপজেলা সরকারি মজিদ মেমোরিয়াল কলেজ মাঠে উপজেলা ইমাম সমিতির আয়োজনে এই নামাজ আদায় করা হয়। নামাজের ইমামতি করেন সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মতিন।

এসময় মোরেলগঞ্জ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, সরকারি মজিদ মেমোরিয়াল কলেজ মসজিদের ইমাম জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামসহ সহস্রাধিক মুসল্লী এই ইস্তেখার নামাজে অংশগ্রহণ করেন।

মোরেলগঞ্জ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মতিন বলেন, ইস্তেখার নামাজ আদায় করে আমরা আল্লাহর কাছে পানা চেয়েছি। বৃষ্টির রহমত দেওয়ার জন্য আল্লাহর দয়া ভিক্ষা চেয়েছি। আজকের মধ্যে যদি বৃষ্টি না হয়, তাহলে আগামীকালও একই সময় একই জায়গায় নামাজ আদায় করব। আগামীকালও যদি বৃষ্টি না হয় তাহলে সোমবার সকালেও একইভাবে নামাজ আদায়ের আশা প্রকাশ করেন তিনি।


সম্পর্কিত বিষয়:

নামাজ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top