বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১


সাভারে জ্বর কাশি নিয়ে মারা যাওয়া কিশোর করোনায় আক্রান্ত ছিল না


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২০ ২২:৫৩

আপডেট:
৯ মে ২০২৪ ০২:০৪

ফাইল ছবি

সাভারে জ্বর ও কাশি নিয়ে মারা যাওয়া কিশোরের (১৩) শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা। সোমবার দুপুরে মুঠোফোনে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

ডা. সায়েমুল হুদা জানান, রোববার জ্বর-ঠান্ডাসহ কিছু উপসর্গ নিয়ে সাভারের ছায়াবিথী এলাকায় আসাদুল ইসলাম নামে ১৩ বছরের ওই কিশোর মারা যায়। খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। পরে রাতেই পরীক্ষার ফলাফল জানতে পারি তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নেই।

উল্লেখ্য, গত ২-৩ মাস ধরে কিশোর আসাদুল ইসলাম নিউমোনিয়ায় ভুগছিলো। তবে এক মাস যাবৎ তার ঠান্ডা জনিত স্বর্দি-কাশি ও জ্বর ছিলো। ১২ দিন আগেও রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসক দেখিয়ে সাভারের রাজাশন এলাকার নিজ বাড়িতে আনা হয় তার ছেলেকে। গত ৮ এপ্রিল পৌর এলাকার রাডিবাড়ীতে পরিবার নিয়ে ভাড়া বাসায় ওঠেন তিনি। এরপর রবিবার সকালে ওই কিশোর মারা যায়।

 


সম্পর্কিত বিষয়:

সাভার

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top