শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


ভোলায় একদিনে ডায়রিয়ায় আক্রান্ত ৩৭৮


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২১ ১৬:৫৬

আপডেট:
৪ মে ২০২৪ ১৩:১০

ছবি: সংগৃহীত

ভোলায় ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল থেকে শনিবার (২৪ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৪৪৬ জনে।

বিপুলসংখ্যক রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। শয্য সংকট থাকায় হাসপাতালের বারান্দা আর মেঝেতে চলছে রোগীদের চিকিৎসা। আর আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৭৬টি মেডিকেল টিম গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, ভোলা সদর হাসপাতালের ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে শনিবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি ছিল ১৩৩ জন রোগী। একই সময়ে দৌলতখানে ৩৮ জন, বোরহানউদ্দিনে ৪১ জন, লালমোহনে ৪৫ জন, চরফ্যাশনে ৫৮ জন, তজুমদ্দিনে ২৪ জন ও মনপুরায় ২৫ জন ডায়রিয়া আক্রান্ত চিকিৎসাধীন আছে; যা ওয়ার্ডের ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি। গত ২ দিন জেলায় যথাক্রমে ৩৭৮ ও ৩৮৫ জন রোগী চিকিৎসা নিয়েছে।

ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানিয়েছেন, গত এক মাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ২৮৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়েছে ২ হাজার ৪৪৬ জন।


সম্পর্কিত বিষয়:

ডায়রিয়া

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top