সোনারগাঁও থানার নতুন ওসি হাফিজুর রহমান
 প্রকাশিত: 
                                                ৬ এপ্রিল ২০২১ ১৯:৫২
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২২:৩৭
                                                
 
                                        হেফাজতের ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ওসি রফিকুল ইসলামকে বদলি করে ওই থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে।
ওসি রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন হাফিজুর রহমান।মঙ্গলবার (০৬ এপ্রিল) রাতে তিনি সোনারগাঁও থানার নতুন ওসি হিসেবে যোগদান করেন।
শরীয়তপুর জেলার নড়িয়া থানা থেকে তাকে এখানে বদলি করে আনা হয়েছে।তার বাড়ি রাজবাড়ি জেলার সদর থানায়।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে সোনারগাঁওয়ের একটি রিসোর্টে নারীসহ অবরুদ্ধ করে রাখার ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসি রফিকুল ইসলামকে রোববার (০৩ এপ্রিল) রাতে বদলি করা হয়।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এটিকে ‘জনস্বার্থে বদলি’ বলছেন তিনি।
গত বছরের ৫ অক্টোবর সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব নিয়েছিলন রফিকুল ইসলাম।
সম্পর্কিত বিষয়:
ওসি


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: