মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ দুই রোহিঙ্গা ডাকাত নিহত


প্রকাশিত:
১২ মার্চ ২০২০ ১৬:০০

আপডেট:
১২ মার্চ ২০২০ ২০:০৫

ফাইল ছবি

সময় নিউজ: কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ দুই রোহিঙ্গা ডাকাত' নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে টেকনাফের শামলাপুল মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি এক নলা বন্দুক, ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সেকেন্ড ইন কমান্ড সাইফুল ইসলাম সোহেল ওরফে ডিবি সাইফুল (৩৮) ও নুর কামাল প্রকাশ ওরফে সোনাইয়া (৩৪)। সোহেল রামুর পূর্ব উমখালীর আব্দুর শুক্কুরের ছেলে ও সোনাইয়া টেকনাফের হ্নীলার লেদা পশ্চিমপাড়ার নুর আহম্মদের ছেলে।

র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) মির্জা শাহেদ মাহতাব জানান, নিহত দুজনই ক্যাম্পের ত্রাস কুখ্যাত ডাকাত জকির এর সহযোগী এবং অস্ত্র ও আইন-শৃঙ্খলাবাহিনীর পোশাক সংগ্রহকারীর দায়িত্বে ছিলেন। তাদের কাছে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রও পাওয়া গেছে। গত বছরের ৩০ নভেম্বর ক্যাম্পে মাদক বিরোধী অভিযানে গেলে তাদের হাতে র‌্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছিল।

র‌্যাব কর্মকর্তা মির্জা বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও ডাকাতদের বিরুদ্ধে র‌্যাবেরর অভিযান অব্যাহত রয়েছে।


সম্পর্কিত বিষয়:

কক্সবাজার

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top