টেকনাফে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য আহত
 প্রকাশিত: 
                                                ৫ জুন ২০২৪ ১৮:০১
 আপডেট:
 ৫ জুন ২০২৪ ১৮:০৪
                                                
 
                                        কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। তাদের রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) রাতে নাফ নদীর রহমানের খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তবে তিনি আহত দুই বিজিবি সদস্যের নাম জানাননি।
বিজিবি জানায়, তাদের টেকনাফের নাজিরপাড়া বিওপির একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহল দল নাফ নদীতে নিয়মিত কার্যক্রম চালাচ্ছিল। এ সময় টহল দলটি নাফ নদীর রহমানের খাল এলাকায় একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় থাকা সশস্ত্র চোরাকারবারিরা বিজিবির টহলদলকে লক্ষ্য করে অতর্কিত গুলি শুরু করে। তখন বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। চোরাকারবারি দলের গুলিতে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হন। একপর্যায়ে বিজিবির প্রতিরোধের মুখে চোরাকারবারিরা গুলি করতে করতে মিয়ানমার সীমান্তে চলে যায়।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: