কোস্টগার্ডের অভিযানে উদ্ধার হলো ২৫ কেজি হরিণের মাংস
 প্রকাশিত: 
                                                ২৪ এপ্রিল ২০২৪ ১২:৫৩
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:২০
                                                
 
                                        বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ৪টি পাসহ মোট ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড। এসময় মাংস পাচারে জড়িত কাউকে আটক করা যায়নি।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরলাঠিমারা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার শাকিব মেহবুবের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার চরলাঠিমারা এলাকা থেকে ২৫ কেজি হরিণের মাংস ও ৪টি পা উদ্ধার করা হয়।
এ বিষয়ে পাথরঘাটা কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে উদ্ধার করা হরিণের মাংসের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাথরঘাটা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: