রুমা ছাত্রলীগ সভাপতিসহ কেএনএফের আরও ৭ সহযোগী গ্রেপ্তার
 প্রকাশিত: 
                                                ২৩ এপ্রিল ২০২৪ ১৬:০৬
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৭:৪৭
                                                
 
                                        বান্দরবানে যৌথ অভিযানে রুমা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতিসহ পাহাড়ের স্বশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও ৭ সহযোগীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।
আজ মঙ্গলবার তাদের গ্রেফতারের খবর জানা গেছে। তবে রুমা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি ভান মুন নোয়াম বম ছাড়া গ্রেপ্তার বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এর আগে কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গতকাল সোমবার রাতে রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার করা হয়। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি পুলু মারমা বলেন, কেএনএফের সঙ্গে তার সম্পৃক্ততা থাকার তথ্য পাওয়া গেছে, এজন্য তাকে বহিস্কার করা হয়েছে।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: