শনিবার, ১২ই অক্টোবর ২০২৪, ২৭শে আশ্বিন ১৪৩১


লালমনিরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ছাত্রদল নেতা কারাগারে


প্রকাশিত:
২২ এপ্রিল ২০২৪ ১৬:৫০

আপডেট:
১২ অক্টোবর ২০২৪ ২৩:৫৮

ছবি- সংগৃহীত

লালমনিরহাটে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা মামলায় বিএনপি নেতা ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে জাহাঙ্গীর হত্যা মামলায় জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন এজাহারভুক্ত ৯ আসামি।

এর মধ্যে ৭ জনের জামিন মঞ্জুর করলেও ২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন লালমনিরহাটের দায়রা জজ মিজানুর রহমানের আদালত।

উল্লেখ্য, গত বছরের ২৯ আগষ্ট বিএনপি ও জামায়াতের ডাকা হরতালে উভয় দলের সংঘর্ষে আহত হন শ্রমিক নেতা জাহাঙ্গীর। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উক্ত ঘটনার ৩ দিন পর লালমনিরহাট সদর থানায় ৮১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ৩শ' থেকে ৪শ' জনকে আসামি করে হত্যা মামালা মামলা দায়ের হয়।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top