সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
 প্রকাশিত: 
                                                ২০ এপ্রিল ২০২৪ ১৪:৩৬
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২১:২৩
                                                
 
                                        সুন্দরবন-সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকায় বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু নামের এক মৌয়াল নিহত হয়েছেন।
শনিবার (২০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
নিহত মৌয়াল মনিরুজ্জামান বাচ্চু সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাসেম গাজীর ছেলে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরে আলম জানান, মনিরুজ্জামানসহ কয়েকজন চলতি মাসের ২ তারিখে মধু আহরণে সুন্দরবনে যান। শনিবার সকালে তিনি নোটাবেকী এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এসময় হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে তাকে ধরে গহীন বনে নিয়ে যেতে থাকে। এ সময় মনিরুজ্জামানের সহকর্মীরা লাটিসোঁটা নিয়ে বাঘের ওপর ঝাপিয়ে পড়ে তাকে বাঘের কাছ থেকে ছিনিয়ে নেয়। কিন্তু ইতোমধ্যে তার মৃত্যু ঘটে।
রেঞ্জ কর্মকর্তা আরও জানান, মনিরুজ্জামানের মরদেহ ফিরিয়ে আনতে বনবিভাগের একটি দল ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: