শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


কারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব সরোয়ারকে বরিশালে সংবর্ধনা


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১১

আপডেট:
৩ মে ২০২৪ ০৬:২১

ফাইল ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ৩ মাস ১০ দিন ঢাকার জেলখানায় কারাভোগ শেষে বরিশালে ফিরলে তাকে সংবর্ধনা দিয়েছে নেতাকর্মীরা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সাধুবটতলা এলাকার বাসভবনে প্রবেশকালে নেতাকর্মীরা গাড়ি আটকে তাকে গণসংবর্ধনা দেন। এরপর সরোয়ার সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সভা করেন।

এরপর তিনি বাবা ও মায়ের কবর জিয়ারত করেন। এর আগে সরোয়ার আকাশপথে বরিশাল বিমানবন্দরে পৌঁছান।

তার আগমনকে কেন্দ্র করে বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর ছাত্রদলের সহ সভাপতি তারিকুল ইসলাম তরিক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে সরোয়ারের বাসার সামনে জড়ো হয়। এরপর সরোয়ার প্রবেশকালে তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। এসময় নেতাকর্মীরা সড়ক দখলে নিলে যানচলাচল ব্যাহত।

সংক্ষিপ্ত সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সরোয়ার বলেন, অবৈধ সরকার জোর করে ক্ষমতায় টিকে থেকে দেশের মানুষের উপর দমন-পিড়ন চালাচ্ছে। বিরোধী মত দমনে আমার মত অসংখ্য নেতাকর্মী কারাভোগ করেছে। এতে ভয় পেলে চলবে না। এ অবৈধ সরকারের পতনে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ, হিজলা থানা বিএনপির সভাপতি গফফার তালুকদার, বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শহিদ, সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপির জেষ্ঠ্য নেতা আনোয়ারুল হক তারিন, সৈয়দ আকবর, মহানগর যুবদলের সহসভাপতি আসাদুজ্জামান তৌহিদ ও রিয়াজুর রহমান রিয়াজ, প্রচার সম্পাদক বশির আহমেদ, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পদাক উলফৎ রানা রুবেল, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা রাব্বি শামিম, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top