রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


চট্টগ্রামে পুলিশের সঙ্গে হকারদের দফায় দফায় সংঘর্ষ


প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৫

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১২:১৬

সংগৃহীত ছবি

চট্টগ্রামে হকার ও পুলিশের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় নগরীর নিউ মার্কেট, রেল স্টেশন এলাকায় যানচলাচল কমে গেছে। বর্তমানে পুলিশের শতাধিক সদস্য ঘটনাস্থলে অবস্থান করছে। পুরো এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে নিউমার্কেট এলাকায় অবৈধ হকার উচ্ছেদে নামে চট্টগ্রাম সিটি করপোরেশন।

উচ্ছেদ অভিযানে গেলে বাধা দেয় হকাররা। এরপর পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে তাদেরকে।

পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ কাঁদানেগ্যাস ব্যবহার করা হয়েছে।

এদিকে ঘটনাস্থলে হকারদের একজন গুলিবিদ্ধ বলে গণমাধ্যমের কাছে এক হকার দাবি করেছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, ‘আমাদের কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম বলেন, ‘অবৈধ হকারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ করা স্থানে যাতে আবারও হকারে বসতে না পারে সেটি তদারকি করতে আসায় তারা হামলা করেছে। এতে পুলিশসহ আমাদেরও কয়েকজন আহত হয়েছে। আমাদের কাছে হামলার ফুটেজ আছে। আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব’।


সম্পর্কিত বিষয়:

চট্টগ্রাম পুলিশ নিউমার্কেট

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top