রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু আজ


প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৫১

আপডেট:
৫ মে ২০২৪ ২২:৪৯

ফাইল ছবি

কুড়িগ্রামে আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে উত্তর বঙ্গের সবচেয়ে বড় মুসলিম জমায়েত তিন দিনব্যাপী ইজতেমা শুরু হ‌চ্ছে। কুড়িগ্রাম ধরলা সেতুর পূর্বপাড়ে আল্লামা ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে বাংলা‌দেশ মুজা‌হিদ ক‌মি‌টির আয়োজনে তিন দিনব্যাপী এ ইজ‌তেমার আ‌য়োজন করা হয়।

এন্তেজামিয়া কমিটির স্বেচ্ছাসেবক প্রধান বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন মন্ডল বলেন, বৃহস্প‌তিবার জোহ‌রের নামা‌জের পর প্রধান অতিথি মুফ‌তি সৈয়দ মুহাম্মদ রেজাউল ক‌রিম (পীর সা‌হেব চর‌মোনাই) বয়ানের মাধ্যমে ইজ‌তেমা উ‌দ্বোধন কর‌বেন। রোববার ফজরের নামা‌জের পর আ‌খে‌রি মোনাজা‌তের মধ্যে দিয়ে ইজ‌তেমা শে‌ষ হওয়ার কথা রয়েছে।

ইজ‌তেমা সফল কর‌তে ই‌তোম‌ধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হ‌য়ে‌ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ইজ‌তেমা প্রাঙ্গণে তিন শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করবেন।

ইজ‌তেমার সদস্য সচিব মাওলানা আব্দুল মোমিন জানান, আগামীকাল বুধবার থে‌কেই ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। মুস‌ল্লি‌দের জন্য অজু ও গোসলখানাসহ পর্যাপ্ত শৌচাগা‌রের ব্যবস্থা রাখা হয়ে‌ছে। আগত মুস‌ল্লি‌দের স্বাস্থ্য সেবায় ফ্রি মে‌ডি‌কেল চেকআপের ব্যবস্থা রাখা হ‌য়ে‌ছে।

ইজতেমা এন্তেজামিয়া কমিটির যুগ্ম-আহ্বায়ক মাওলানা মোস্তাফিজুর রহমান বলেন, তিন দিনব্যাপী ইজতেমায় চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমসহ দেশ বরেণ্য আলেম-ওলামারা ইজতেমায় বয়ান পেশ করবেন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ইজতেমা ময়দানে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া সবসময় ইজতেমা ময়দান পুলিশের নজরদারিতে থাকবে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেখানে।


সম্পর্কিত বিষয়:

কুড়িগ্রাম ইজতেমা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top