সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


জামালপুরে ৪ ইটভাটাকে ২৩ লাখ টাকা জরিমানা


প্রকাশিত:
৭ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১৪

আপডেট:
৬ মে ২০২৪ ০২:৪৩

ফাইল ছবি

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় জামালপুর সদর উপজেলায় চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ২৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ করতে ভাটার বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-পরিচালক আব্দুল্লাহ আল মনসুর।

জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা জানান, অনুমোদনহীন ও অবৈধভাবে ইটভাটা স্থাপনের অপরাধে সদর উপজেলার জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার মেসার্স স্টার ওয়ান ব্রিকসকে ৬ লাখ, গোবিন্দপুর এলাকার কিং ব্রিকসকে ৬ লাখ, ছোনটিয়া এলাকার জীবন ব্রিকসকে ৫ লাখ ও নছিব ঢাকা ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইট তৈরির বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top