পিকনিক বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৪
প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৩ ১০:০৩
আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ২১:১১
কক্সবাজারের চকরিয়ায় পিকনিক বাসের সংঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চকরিয়ার হারবাং নামক এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী। ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনার বিষয়ে তারা বিস্তারিত জানাতে পারবে।
নিহতরা হলেন- রেদওয়ান, আবু বক্কর, জয়নাল ও মহিউদ্দিন। আহত নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: