বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


ঝটিকা মিছিল নিয়ে রিজভী এবার কুমিল্লায়


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৩ ১০:২৭

আপডেট:
২ মে ২০২৪ ২০:৪৯

ফাইল ছবি

দেশব্যাপী ডাকা ১২তম দফা অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করতে এবার কুমিল্লায় গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকারের পদত্যাগের এক দফা দাবি, অসহযোগ আন্দোলন ও অবরোধ সফলে কুমিল্লায় গিয়ে নেতাকর্মীদের নিয়ে ঝটিকা মিছিল করেন তিনি।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চান্দিনা গোবিন্দপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে ডাকা মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে একের পর এক হরতাল ও অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি ও তাদের সমমনা দলগুলো। এর মধ্যে নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করলে তা প্রত্যাখ্যান করে দেড় যুগের মতো ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি।

২৮ অক্টোবরের পর দলটির অনেক নেতা গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আবার অনেকে আত্মগোপনে আছেন। কারাগারের বাইরে থাকা নেতাদের মধ্যে রিজভীই নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এসে দলের কর্মসূচি ঘোষণা করছেন।

হরতাল-অবরোধের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের দেখা না মিললেও প্রায় সবগুলো হরতাল-অবরোধে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিজভীকে রাজধানীর বিভিন্ন সড়কে স্বল্প সময়ের মিছিলের নেতৃত্ব দিতে দেখা গেছে। সেসব মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রেখে ফের ‘আত্মগোপনে’ চলে যান। এর মধ্যে গত ৬ ডিসেম্বর প্রথম ঢাকার বাইরে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। সেদিন রাজশাহীতে গিয়ে অবরোধের সমর্থনে নেতাকর্মীদের নিয়ে মিছিল করেন। এবার কুমিল্লায় গিয়ে মিছিল করেন রিজভী।

কুমিল্লায় মিছিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, আজকে আওয়ামী লীগ সরকার বিরোধী দল ছাড়াই একতরফা ডামি নির্বাচনের আয়োজন করেছে। অথচ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের জনগণ রাজপথে আন্দোলন করছে। গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তাগিদ দিয়ে যাচ্ছে। কিন্তু গায়ের জোরে রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে নিশিরাতের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেদিকে লক্ষ্য নেই। তার লক্ষ্য ক্ষমতা।

রিজভী আরও বলেন, একতরফা ডামি নির্বাচনেও আওয়ামী লীগ নিজেরা নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। ইতিমধ্যে কয়েকজনের প্রাণহানি ঘটেছে। তারা নিজেরা পরিকল্পিতভাবে গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ড করছে। আর এসবের দোষ চাপানো হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলনরত বিরোধী দলগুলোর ওপর, যা আওয়ামী লীগের পুরনো অভ্যাস।

মিছিলে আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরীফুজ্জামান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সাজ্জাদ, সহ-সভাপতি ফারুক আহমদ, জেলার সহসভাপতি মুন্জুরুল ইসলাম, চান্দিনা উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, মেঘনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কেফায়েত উল্লাহ, মেঘনা বিএনপি নেতা সেকান্দর হোসাইন, কাজল,মহিউদ্দিন, সোহাগসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


সম্পর্কিত বিষয়:

ঝটিকা মিছিল রিজভী বিএনপি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top