শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


শেরপুরে জ্বরে একজনের মৃত্যু, আশপাশের বাড়ি লকডাউন


প্রকাশিত:
৩০ মার্চ ২০২০ ১৬:৪৭

আপডেট:
৩০ মার্চ ২০২০ ২০:১৪

ফাইল ছবি

জ্বর এবং শ্বাসকষ্টে তিন দিন ভোগার পর রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে মারা গেছেন এক ব্যক্তি। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ওই বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

এছাড়া ওই ব্যক্তির করোনা পরীক্ষার জন্য আইইডিসিআরে যোগাযোগ করা হচ্ছে। আজ সোমবার নমুনা সংগ্রহের পর ওই ব্যক্তির দাফন ও জানাজা হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান বলেন, ময়মনসিংহের ভালুকা থেকে গত তিন দিন আগে ওই ব্যক্তি জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নালিতাবাড়ীর গ্রামের বাড়িতে আসেন ওই ব্যক্তি। ভালুকায় তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা যায়।


সম্পর্কিত বিষয়:

শেরপুর

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top