সারা দেশের সরকারি হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ
 প্রকাশিত: 
                                                ২২ মার্চ ২০২০ ০৪:৩৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:২৭
                                                
 
                                        রাজধানীসহ সারা দেশের সরকারি হাসপাতালে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব সরকারি হাসপাতালে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এ নির্দেশনা দেশের সব সরকারি হাসপাতাল, বিশেষায়িত ইনস্টিটিউট, জেলা সদর উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সসহ সকল সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান বলেন, প্রতিদিন হাসপাতালে রোগী দেখতে হাজার হাজার দর্শনার্থী আসেন। তাদের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে তার মাধ্যমে গোটা হাসপাতালের রোগীরা সংক্রমিত হতে পারে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
এ নির্দেশনা বিষয়ে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আমরা তো বলছি যেন জনসমাগম না হয়, একজনের থেকে আরেকজনের দূরত্ব যেন থাকে। এখন আমরা একটি ভালনারেবল অবস্থায় আছি, তাই না যাওয়াই ভালো। হাসপাতালে একাধিক লোক একসঙ্গে হলে রোগী এবং দর্শনার্থী সবারই সংক্রমণের ঝুঁকি থাকে।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: