মিরসরাইয়ে বাকি তিনজনের লাশ উদ্ধার
 প্রকাশিত: 
                                                ২৭ অক্টোবর ২০২২ ২২:৫৯
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:০৫
                                                
 
                                        ট্টগ্রামের মিরসরাইয়ে ড্রেজার ডুবে মারা যাওয়া আট শ্রমিকের মধ্যে নিখোঁজ বাকি তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে ডুবে যাওয়া ড্রেজারটির একটি কেবিনের দরজা কেটে শাহীন মোল্লা, তারেক ও আবুল বাশার নামের তিনজনকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন। তাঁদের সবার বাড়ি পটুয়াখালী জেলা সদরের জৈনকাঠি এলাকায়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ‘আজ উদ্ধার করা তিনটি লাশ এখন আমাদের হেফাজতে আছে। লাশগুলোয় পচন ধরেছে। আইনগত প্রক্রিয়া শেষে দ্রুত সেগুলো তাঁদের স্বজনদের বুঝিয়ে দেব।’
দুর্ঘটনাস্থলে থেকে উদ্ধারকাজ তদারক করছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান। জানতে চাইলে তিনি বলেন, জোয়ার–ভাটার হিসাব করে কাজ করতে হয় বলে উদ্ধারকাজ কিছুটা বিলম্বিত হয়েছে। শেষ পর্যন্ত আটটি লাশই উদ্ধার করা সম্ভব হয়েছে। বালুমাটিতে দেবে যাওয়া ডুবন্ত ড্রেজারটি তুলতে বড় একটি ক্রেন ড্রেজার আনা হয়েছে।
২৪ অক্টোবর রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট তীব্র বাতাস ও ঢেউয়ের তোড়ে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বেপজার ভরাটের কাজে নিয়োজিত সৈকত-২ নামের ড্রেজার ডুবে যায়। এতে ভেতরে থাকা আট শ্রমিক মারা যান। শেষ পর্যন্ত সবার লাশ উদ্ধার করা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
নিখোঁজ


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: