বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ সাবেক চেয়ারম্যান কামাল নিহত


প্রকাশিত:
৩০ জুলাই ২০২০ ১৭:০০

আপডেট:
৩০ জুলাই ২০২০ ১৭:২৩

মোস্তফা কামাল ওরফে মিনা কামাল। ছবি সংগৃহীত

খুলনার রূপসা উপজেলার ভয়ংকর সন্ত্রাসী ও নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল (৫২) র‌্যা‌বের সা‌থে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

আজ বৃহস্প‌তিবার ভো‌ররাত ৪টার দিকে খুলনা-মংলা মহাসড়‌কের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাশে পুটিমারী এলাকায় এ ঘটনা ঘ‌টে।

র‌্যাবের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রামপাল এলাকায় অভিযান চালায়। ভোররাতে জিরো পয়েন্ট এলাকা ঘিরে ধরলে কামাল র‌্যাবের ওপর গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করা হয়। পরে রামপাল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ম্যাগজিন, গুলি, ধারালো চাকু, ৬৬ হাজার টাকা ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার হয় বলেও জানায় র‌্যাব।

খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ গণমাধ্যমকে জানান, ‘নিহত কামালের বিরুদ্ধে হত‌্যা, অস্ত্র আইন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসীসহ নানা অপরা‌ধে ২৫‌টি মামলা রয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top