রোহিঙ্গা ক্যাম্পে মাঝিকে কুপিয়ে হত্যা
প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৬
আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ১২:২১
১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাবেক মাঝি (নেতা) জাফর আলমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারুক আহমেদ।
এএসপি ফারুক আহমেদ জানান, উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাবেক মাঝি গুলিবিদ্ধ জাফরকে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত বিষয়:
রোহিঙ্গা
আপনার মূল্যবান মতামত দিন: