সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


বালুবোঝাই ট্রাকের ধাক্কায় গুরুতর আহত স্কুলছাত্রী, সড়ক অবরোধ


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২২ ০১:২৪

আপডেট:
৬ মে ২০২৪ ১৩:২৩

 ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালুবোঝাই ট্রাকের ধাক্কায় এক স্কুলছাত্রীর পা ভাঙ্গার প্রতিবাদে সহপাঠীরা সড়ক অবরোধ করেছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা ভূনবীর ইউনিয়নের শাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত রুমকি আক্তার (৫) উপজেলার শাসন বটতল এলাকার ইসমাইল লস্করের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ভূনবীর ইউনিয়নের শাসন সরকারি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী রুমকি আক্তার সকালে স্কুলে যাওয়ার সময় বালুভর্তি একটি ট্রাক রুমকিকে ধাক্কা দেয়। এতে তার পা ভেঙে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে ট্রাকের ড্রাইভার ট্রাক ফেলে পালিয়ে যায়।

আহত স্কুলছাত্রীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।

বালুভর্তি ট্রাকটি এলাকার কবির মোল্লার অবৈধ বালুবহন করছিল বলে নিশ্চিত করেন শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পিনাকী রঞ্জন দেব।

এ ব্যাপারে শ্রীমঙ্গল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মৌমিতা জানান, রুমকি আক্তারের একটি পা খুব গুরুতরভাবে ভেঙেছে।

এ ব্যাপারে বালু ব্যবসায়ী কবির মোল্লা জানান, হঠাৎ দৌড় দেওয়ার কারণে বালুর গাড়ির ধাক্কায় মেয়েটি সামান্য আঘাত পায়। তারা মেয়েটিকে চিকিৎসা করাতে যা যা লাগবে সব কিছু করবে।

এ সময় তিনি অভিযোগ করে আরও জানান, ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ বিষয়টিকে বড় করার জন্য টিএনও, এসিল্যান্ডকে এনেছেন মামলা দেওয়ার জন্য।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। এ ছাড়া মেয়েটির সুচিকিৎসার সব ব্যয়ভার উপজেলা প্রশাসন বহন করবে।

এ সময় তিনি এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।


সম্পর্কিত বিষয়:

ট্রাক

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top