ট্রাক কেড়ে নিলো বাবা-ছেলের প্রাণ
 প্রকাশিত: 
                                                ২৩ আগস্ট ২০২২ ২২:০৬
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:২৮
                                                
 
                                        শেরপুরের নকলায় ছেলেকে সাইকেল চালিয়ে স্কুলে নেওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে দুজনই নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার সাব-রেজিস্টার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুরের নকলা উপজেলার কলাপাড়া গ্রামের কৃষক হানিফ (৪২) ও তার ছেলে পিয়াস (১১)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিন কৃষক হানিফ সাইকেলে করে তার ছেলে পিয়াসকে কলাপাড়া থেকে নকলা পৌর শহরের রইস উদ্দিন একাডেমিতে আসা-যাওয়া করতেন। আজ সকালে স্কুলের পাশে ট্রাকচাপায় বাবা ঘটনাস্থলেই মারা যান। পিয়াসকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, ইতোমধ্যে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।তবে চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
সম্পর্কিত বিষয়:
স্কুল


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: